স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মোটর সাইকেলের ভেতরে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেন প্রকাশ আলী নুর (৩০) নামে এক ব্যক্তি ও তার সহযোগিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হল শহরের রাজনগর এলাকার মানিক মিয়ার ভাড়াটিয়া ও বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের আবু কালামের পুত্র আনোয়ার হোসেন ওরফে আলী নুর ও তার সহযোগি মৃত হাসান আলীর পুত্র জাবেদ মিয়া (২৮)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক এনে শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ অভিযান চালায়। আনোয়ার হোসেন আলী নুর দৈনিক ডেসটিনির বানিয়াচং প্রতিনিধি হিসেবে কাজ করে বলে জানায়। সে পুলিশকে পরিচয়পত্রও দেখায়। এ ব্যাপারে এসআই রকিবুল হাসান বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করেন। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।