স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু গতকাল বুধবার মহান জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সেতুমন্ত্রী ওয়াবেদুল কাদের এর নিকটআউশকান্দি-নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুনঃসংস্কার কাজের দাবী তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বের জবাবে মন্ত্রী ওয়াবেদুল কাদের বলেন, বৃহষ্পতিবার অফিসে চলকালীন সময়ে উল্লেখিত সড়কের পুনঃসংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, এ দাবী বাস্তবায়িত হলে আউশকান্দি-নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে চলাচলকারী যাত্রীসাধারণের দুর্ভোগ লাগব হবে।