মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন। প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ’র সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক সঞ্জু দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরনা, অভিভাবক সদস্য মোঃ ছুফিউর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক আহমেদ ইমতিয়াজ বশির, ইত্তেফাক হোসেন, আনোয়ার হোসেন, খাইরুল আলম, আব্দুল কাদির, মতিউর রহমান, বিপূল কুমার রায়, রুবিনা আক্তার, শিরিয়া আক্তার, শারমিন আক্তার, সালমা আক্তার, লিজা আক্তার, জবা রানী পাল, দোলেনা আক্তার, মাসুদুর রহমান, ইমদাদুল হক মাসুম । ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতা ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করবে।