প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনি, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, হবিগঞ্জ ২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর ছবিসহ আওয়ামীলীগের উন্নয়ন চিত্র সম্বলিত ব্যানার ছিড়ে ফেলায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন খান রাহুল ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল হোসেন মিল্টনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি
জলসুখা বাজারের দলীয় অস্থায়ী অস্থায়ী কার্যালয়ের সামন থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায় ও যুগ্ম আহবায়ক মুমিনুর রহমান সজীবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিষ্পত্তি ও যুবলীগ নেতা উকিদ আলীর নিঃশর্ত মুক্তি দাবী করেন। পাশা পাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর অপসারণ ও শাস্তির দাবী জানান।