স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় দ্রুতগামী মোটর সাইকেল চাপায় কৌশিক বণিক (৩০) নামের এক পত্রিকা বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের ন্যায় কৌশিক বণিক ওই এলাকায় পত্রিকা বিক্রি করছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর পর মোটর সাইকেল নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, সহ-সভাপতি শাহিন মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, সদস্য নাছির মিয়া, শ্রমিক নেতা কাশেম, ফারুক, শাহজাহান, কদ্দুছ, কাঞ্চন রায়সহ নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার ব্যবস্থা করেন।