শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আরটিভি’র কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ পরিকল্পিত নগরায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আরটিভির ‘কেমন বাংলাদেশ চাই’ অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় আরটিভি’র নিয়মিত এই অনুষ্ঠানে তিনি অংশ নেন। গতকালের বিষয় ছিল “পরিকল্পিত নগরায়নের বাংলাদেশ চাই”।
আলোচনায় এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে আধুনিকায়নের মাধ্যমে শহরের সাথে গ্রামের দূরত্ব কমিয়ে আনতে কাজ করছে। পূর্বে যে কাজটি রাজধানীতে এসে করতে হতো, জনগণ এখন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বসেই সেই কাজটি করতে পারছে। এর ফলে শহরের উপর চাপ অনেকটা কমেছে। যে কারণে পরিকল্পিত নগরায়নে সফলতা অর্জন হয়েছে। তিনি বলেন, সরকার চাইলেই অল্প সময়ের মধ্যে সকল কাজ করতে পারবে না। বর্তমান সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে সকল সেক্টরের সমন্বয়ে উন্নয়ন করে যাচ্ছে।
এ সময় তিনি রাজধানীর উপর চাপ কমাতে হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজসহ ব্যাপক উন্নয়ন এবং সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশ ৫০ বছরে পা রাখতে যাচ্ছে। স্বাধীনতার পর দেশে জনসংখ্যা ছিল ৭.৫ কোটি, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ১৬ কেটিতে। যার কারণে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারকে অনেক প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হচ্ছে। সরকারের ভাল কাজকর্মে শুধু দোষ বের করলেই চলবে না। পরিকল্পিত নগরায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। অতীতে বিএনপি-জামায়াত সরকার দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে তাদের মন্ত্রী-এমপিকে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদেরকে কোনো অবৈধ সুবিধা দিচ্ছেন না। বিএনপি জামায়াতের তুলনায় বর্তমান সরকার পরিকল্পিত নগরায়নে ব্যাপক সফলতা অর্জন করেছে, এটা স্বীকার করতে হবে।
সবশেষ আইনের প্রতিষ্ঠা ও সরকারের জবাবদিহিতা সম্পর্কিত আলোচনায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনীদের বিচারের আওতায় এনেছে। এছাড়া বিএনপি নেত্রী খালেদা জিয়া ও ব্যারিস্টার মওদুদ অবৈধভাবে জায়গা দখল করে রেখেছিলেন। সরকার আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করেছে। এতেই প্রমাণিত হয় বর্তমান সরকারের আমলে আইনের সঠিক প্রয়োগ হয়েছে।
সেলিম ওমরাও খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন রিহ্যাবের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, নগর পরিকল্পনাবিদ খন্দকার এম আনোয়ার হোসেন ও সাংবাদিক নজরুল কবীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com