স্টাফ রিপোর্টার ॥ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সেক্রেটারী মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন মোঃ হিরাজ মিয়া, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, শফিকুজ্জামান হিরাজ, রেড ক্রিসেন্টের জুনিয়র সহকারী পরিচালক শফি-উল আলম খন্দকার।
রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কমিটির উপ যুব প্রধান আশীষ কুমার কুরি, বিভাগীয় প্রধান শেখ মখলিছ, রক্তদান বিভাগের প্রধান অরূপ দাশ অপু, সারোয়ার হোসেন, বিদ্যুৎ দাশ, মৌসুমী দাশ, উর্মি, তন্নী পাল, সাম বাহার, রনি, আবুল কাশেম, জামিল চৌধুরী, পিয়াস চৌধুরী, দিপংকর দাশ, বিপ্র সরকার, সজিব চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আতাউর রহমান সেলিম গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। বক্তারা সেলিমের বিরুদ্ধে দায়েরী জিডি প্রত্যাহারে দাবী জানান।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিল্পকারখানা স্থাপনের কারণে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আগামীতে আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতার আনার জন্য তিনি সকলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।