চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট শহরে প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হয়েছে এক সেনা কর্মকর্তার বাসা। গত রবিবার সকালে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার উচ্ছেদ অভিযান চালিয়ে বাসাটি দখল মুক্ত করেন।
স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার বাসুল্লা পীরের বাড়ির সেনাবহিনীর ওয়ারেন্ট অফিসার সৈয়দ হাবিবুর রহমান চুনারুঘাট বাজারের বড়াইল মৌজার ৩২১ খতিয়ানের ১৩৩৪ নং দাগের ৪ শতক ভূমিতে একটি বাসা ২০১৭ সালের ৫ এপ্রিল ক্রয় করে তিনি স্ব-পরিবারে বসবাস করতে থাকেন। গত ১৭ ডিসেম্বর সৈয়দ হাবিবুর রহমান এর স্ত্রী সেলিনা আক্তার গ্রামের বাড়ীতে ধান উঠাতে যান। পরদিন গত ১৮ ডিসেম্বর সকালে তিনি বাসায় এসে দেখতে পান জমশেরপুর গ্রামের আব্দুল হাইর নেতৃত্বে একদল লোকজ বাসায় অবস্থান করছে। এ সময় সেলিনা আক্তার তাৎক্ষনিক পুলিশ প্রশাসনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। পরে আইনের আশ্রয় গ্রহণ করেন সেলিনা আক্তার। গত ১০ জানুয়ারী মিস মামলা নং ৭/১৮ তে কার্যবিধির ১৪৫ ধারায় তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া মামলাটি আমলে নিয়ে বেআইনীভাবে দখল হয়ে যাওয়া বাসাটি ক্রোক করতঃ চুনারুঘাট থানার ওসিকে রিসিভার নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাটের এসিল্যান্ড তাহমিনা আক্তার উপস্থিত হয়ে বাসাটি দখলমুক্ত করে সিলগালা করে দেন। পরে সেখানে লাল সালু টাঙ্গানো হয়।
এ ব্যাপারে সৈয়দ হাবিবুর রহমান জানান, একজন সেনা কর্মকর্তা হিসাবে আমি আইনের প্রতি শ্রদ্ধাাশীল। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি এই জমির বৈধ ক্রেতা থাকার পরও আমার বাসা দখল করে মালামাল লুট করা হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম. আজমীরুজ্জামান জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বাসাটি এখন আমার তত্বাবধানে থাকবে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।