স্টাফ রিপোর্টার ॥ ইতোপূর্বের বিভিন্ন সফল অভিযান ও ২০১৭ ইংরেজী সনের বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট পুলিশ পদক-পিপিএম লাভ করায় হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে সংবর্ধনা জানিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। এ উপলক্ষে সোমবার (১৫ জানুয়ারি) পুলিশ লাইনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মনীষ চাকমা, স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোঃ সফিউল আলম, বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কমান্ডারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীবৃন্দ।