প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার উন্নয়ন মেলা থেকে দলীয় ব্যানার অপসারন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী অপসারণ ও শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বদলপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার শাস্তি এবং অপসারনের দাবী জানান এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে অপসারন না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।