মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের গুমুটিয়া গ্রামের প্রাত্তন মেম্বার, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মহি উদ্দিন (৮৫) গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় গুমুটিয়া নিজবাড়ীর সামনে তাঁর নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
শোক প্রকাশ
মহি উদ্দিন মেম্বারের মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খান, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মামুন, বিএনপি নেতা মোঃ মাসুক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।