স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঝিকুয়া গ্রামে জমি দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায় ওই গ্রামের আব্দুল গফুরের সাথে একই গ্রামের ওসমান আলীর জমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলে আসছে। আদালত থেকে ওই জমির উপর ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল এ নিয়ে দুই জনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়।
সংঘর্ষে আব্দুল গফুর (৬৫), নুরুল হক (৩০), কামরুল হক (২৭) ও আছিয়া খাতুন (৬৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।