মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজ হলরুমে নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, একাডেমিক সুপারভাইজার রুকশানা পারভীন, সহকারি প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, সাংবাদিক হামিদুর রহমান রাজু, মারজান বেগম, নাজিম উদ্দিন শাহ প্রমূখ। দুপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ে অনুরুপ আলোচনা সভা ও বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।