স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর এলাকার কাঁচা বাজারে কলা বিক্রির আড়ালে মাদক বিক্রি করায় আরব আলী নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি এ দন্ডাদেশ দেন। আরব আলী উপজেলার আমকান্দি গ্রামের সফর আলীর ছেলে। ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আরব আলীর দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৫০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাকে ছয় মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়।