স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন হবিগঞ্জের কৃতিসন্তান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মডার্ণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক। যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসায় তার অবর্তমানে সহ-সভাপতি হিসাবে তিনি এ দায়িত্ব পান। তার এই দায়িত্ব প্রাপ্তিতে প্রবাসী হবিগঞ্জবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সবাই অভিনন্দন জানাচ্ছেন।