স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মাঝারি মাত্রার শৈত্য প্রবাহ চলছে। বেড়েছে কুয়াশার প্রকোপ। কম-বেশি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশ। এদিকে শীতের কারণে হবিগঞ্জে রোগবালাই বেড়েছে। শীতজনিত কারণে হবিগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় নানারোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক লোক হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের আব্দুল খালেকের পুত্র কামাল মিয়া (৫০) ও চুনারুঘাট উপজেলার ধর্মপুর গ্রামের নিতাই সরকারের পুত্র সুশেন সরকার (৫৫) ঠান্ডা জনিত কারণে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, শৈত্য প্রবাহ আগের মতো না থাকলেও শীতের অনুভূতিটা আগের চেয়ে এখন বেশি। সারা দেশেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা কম কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যত কম থাকবে, শীতের অনুভূতি তত বেশি থাকবে। এদিকে কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে দিনের বেলায় স্পষ্টভাবে সূর্যের মুখ দেখা যায়নি। কোথাও কোথাও পরিস্থিতি এমন যে, ভোর ও সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দিনের বেলা গাড়ির হেডলাইট জ্বালিয়েও বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না। দৃষ্টিসীমা কমে যাওয়ায় রেল চলাচলেও বিঘœ ঘটেছে।