স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের নির্বাচনী কার্যালয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার রেল স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়টি উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মো. ছালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ উদজ্জামান মাসুকের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতুজ আলী, জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সুজিত বণিক, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মামুন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, ইকবাল হোসেন ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ। পরে সদর উপজেলার সুতাং বাজারে আরো একটি নির্বাচনী র্কাযালয় মিলাদ মাহফিল শেষে উদ্বোধন করা হয়।