বানিয়াচং প্রতিনিধি ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়েল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকাল ১১ টায় ঐতিহাসিক গরমতলা মাঠ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বানিয়াচং আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, ম্যানেজিং কমিটির সদস্য শবেকদর মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক স্বপন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাহেদ মিয়া মাস্টার, হবিগঞ্জ জেলা মানবাধিকার কমিটির সাধারণ সম্পাদক এসএম খোকনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। দুইদিনে মোট ৩২টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করবে।