নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ইপজেলার পশ্চিম পূর্ব বড় ভাকৈর ইউনয়নের বাগাউড়া গ্রামের মিলন মিয়া ও তার স্ত্রী রসমালা বেগমের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর পক্ষে স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন (ছুবা), হোসাইন ও জমসেদ আহমেদ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, বাগাউড়া গ্রামের মিলন ও তার স্ত্রী দীর্ঘ দিন যাবত নিজ বাড়িতে নেশা জাতীয় দ্রব্য বিক্রি ও তার বাড়িতে অপরিচিত লোক এন আমুদ ফুর্তিতে নিমজ্জিত থাকে। এতে করে এলাকার যুব সমাজ ও উঠতি বয়সী যুবকরা বিপথগামী হচ্ছে। এলাকার একটি প্রভাবশালী মহলের যোগসাজসে স্বামী স্ত্রী প্রকাশ্যে এসব অপকর্ম চালিয়ে আসছে। ফলে কেহ প্রতিবাদ করার সাহস পাননা। এসব অপকর্ম বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবী জানান।