নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলমগীর চৌধুরী ব্যাপক গণ সংযোগ করেছেন। গতকাল নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজার ইমাম ও বাওয়ানী চা-বাগান ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিয়ে অনুষ্ঠান ১১নং গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় যোগদান করেন। আলমগীর চৌধুরী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদে নির্বাচিত হলে অবহেলিত নবীগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদের উন্নয়ন করে একে দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। গতকাল গণসংযোগ কালে তার সাথে ছিলেন, আওয়ামীলীগ নেতা শাহনেয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি ইজাজুর রহমান, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, মাহমুদ চৌধুরী, আলী নেয়াজ গাজী, হাজ্বী আব্দুল আলী, শাহ দরাজ আহমেদ, পিকলু চৌধুরী, এম এ সবুর প্রমূখ।