স্টাফ রিপোর্টার ॥ সিএনজি অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে বানিয়াচং উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। গতকাল ইউএনও এসএম মুনীর উদ্দীন বানিয়াচং সিএনজি মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে নোটিশ প্রেরণ করেন। যার অনুলিপি হবিগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং থানার ওসি, সকল ইউ.পি চেয়ারম্যান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, সকল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক ও বাস, জীপ, ম্যাক্সি সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির মাধ্যমে বানিয়াচং-হবিগঞ্জ রাস্তায় দীর্ঘদিন যাবত বেশ কিছু সিএনজি অটোরিক্সা চলাচল করছে। উপজেলা পরিষদ ও সিএনজি অটোরিক্সা মালিক সমিতি কর্তৃক আলাপ-আলোচনা ও সমঝোতার ভিত্তিতে উক্ত পথের ভাড়া যাত্রীপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অথচ সম্প্রতি প্রতিনিয়ত অভিযোগ আসছে যখন-তখন হবিগঞ্জ ও বানিয়াচং স্ট্যান্ডে গাড়ীর সংখ্যা কমে যায় এবং যাত্রীর সংখ্যা বেশি হয় তখন যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৪০ হতে ৫০ টাকা আদায় করা হয় অথবা সিএনজি অটোরিক্সা রিজার্ভ নিতে হবে বলে যাত্রী সাধারণকে হয়রানি করা হয়। তাছাড়া সন্ধ্যা হলেই যাত্রীদের নিকট থেকে ইচ্ছামাফিক হারে বেশি ভাড়া আদায় করা হয়। এ নিয়ে যেকোন সময় অনাকাংখিত পরিস্থিতর উদ্ভবসহ আইন-শৃংখলার চরম অবনতি ঘটার আশংকা রয়েছে। তাছাড়া অধিকাংশ অটোরিক্সাতেই চালকের লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া যায় না। এ অবস্থায় যাত্রী সাধারণের নিকট হতে নির্ধারিত ভাড়া আদায় করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গত ২৬ ফেব্র“য়ারী উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় বানিয়াচং উপজেলার সকল রাস্তা যানজটমুক্ত রাখাসহ অবৈধ স্থাপনা ও পার্কিং বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই সভাতেই সিএনজি অটোরিক্সার ইচ্ছামাফিক ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছিল।