স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বুধবার রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। দলীয় কোটা অনুযায়ি ৩৯ জন এ মনোনয়ন দেয়া হয়েছে। তাদের মধ্যে হবিগঞ্জের আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনীত হয়েছেন।