স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি চাপায় সজিবুল্লাহ (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এতে তিনি মৃত্যুর সাথে পাঞ্জালড়লেও রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির তার কোন খোঁজ খবর নেননি। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
আহত সজিবুল্লাহ সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত নেজাবত উল্লার পুত্র। তার পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না।
গতকাল বুধবার বেলা ১১টায় খবর পান শেখ হাসিনা মেডিকেল কলেজ উদ্বোধন করা হবে। তিনি বিনামূল্যে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। সকাল ১০ টার দিকে জরুরি বিভাগের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় এ দূর্ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসক জানান, যথাসাধ্য চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু এ পর্যন্ত তার কোন লোক খবর নিতে আসেননি।