নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার রাজনগর গ্রামে একটি সিসি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন। ওই গ্রামের সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকীর বাড়ির সামন থেকে আবুল কালাম আজাদের বাড়ির সামন পর্যন্ত ২ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে উক্ত সিসি রাস্তা উদ্বোধন কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী সুজিত বড়ূয়া, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর এটিএম সালাম, প্রকৌশলী শাখার কর্মকর্তা আলী মুছা, ঠিকাদার আমিনুর রহমান সুমন, রুবেল আহমদ চৌধুরী প্রমুখ।