চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার উপসচিব, উপ-পরিচালক মোঃ সফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার অনীল কৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ জজকোর্টের সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসেন জিতু, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, বিটিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক আলমগীর খাঁন প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।