স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজের নবনির্মিত বাণিজ্যিক ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সম্প্রতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বক্তৃতায় তিনি বর্তমান সরকারের নেতৃত্বে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে তাঁর মাধ্যমে নানা উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দেন এবং এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশ^াস প্রদান করেন।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী শাহ ফখরুজ্জামানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।