নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী যুবক নিহত হয়েছে। নিহতের নাম জাকারিয়া চৌধুরী (২৪)। তিনি নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত খিজিরুল ইসলাম চৌধুরী পুত্র। রোববার রাত সাড়ে ১০টার দিকে আউশকান্দি কিবরিয়া চত্বরে একটি ইমা গাড়ির সাথে জাকারিয়া চৌধুরীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে জাকারিয়া চৌধুরী নবীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। আউশকান্দি কিবরিয়া চত্বরে পৌছুলে একটি ইমা গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জাকারিয়া চৌধুরী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। কিন্তু পথিমধ্যে তিনি মারা যান। হাইওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।