স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ প্রদান করা হয়।
ইতিমধ্যে মখলিছ মিয়া সবুজ সিলেট পত্রিকার উপজেলা প্রতিনিধি, সিলেট এক্সপ্রেস ডটকম অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং চ্যানেল এস ইউকের বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।