প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সিলেট রোজভিউ হোটেলের হলরুমে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী করদাতাগনের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল হাসান বিপিএম, সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটকর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোঃ আবু দাউদ, জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমেদ। এতে সভাপতিত্ব করেন কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। হবিগঞ্জ জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষে পুরস্কার গ্রহন করেন এডঃ বিকাশ দাশ রুপন।
উল্লেখ্য, আদি গোপাল মিষ্টান্ন ভান্ডার ২০১২-১৩ অর্থ বছরেও সর্বোচ্চ ভ্যাট দাতা পুরস্কার পেয়েছিল।