প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জয়নগর স্পোর্টিং ক্লাব এর জার্সি উন্মোচন করা হয়েছে। বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও তরুন সমাজ সেবক শেখ জগলুল হাসান মিঠুর সৌজন্যে গতকাল উক্ত জার্সি উন্মোচন করা হয়। এ সময় ক্লাবের উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রনজিত সরকার, মকবুল চৌধুরী, খোকন বখত চৌধুরী, সুরঞ্জন সরকার, সাহাঙ্গীর চৌধুরী, ফরহাদ চৌধুরী। ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ হোসাইন, আনন্দ বিশ্বাস, উৎস, মামুন, সাঈদ, রেদুয়ান, গাজী, শাহনাম, সাহেল, জয়নাল, দিপংকর, শুভ, রাফসান, ইসমাম, মিঠু, সজিব, স্বপন ও অয়ন প্রমুখ।