প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরে বসবাসরত বাহুবল উপজেলার নাগরিকদের সামাজিক সংগঠন ‘বাহুবল সমিতি হবিগঞ্জ’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের বেবীষ্ট্যান্ডস্থ আলিফ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৩ মাস মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরীকে আহ্বায়ক, আব্দুল গফ্ফার চৌধুরী সোহেলকে সদস্য সচিব, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফরিদ আহমেদ আখঞ্জী, ডাঃ আব্দুল জলিল, হারুনুর রশিদ দানিছ, শামীম আহমেদ, দিদার এলাহী সাজু ও সোহেল চৌধুরীকে সদস্য মনোনীত করা হয়।