প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ৩নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছে এলাকাবাসী। গত ৩১ ডিসেম্বর বিকেলে কালীগাছ তলায় অনুষ্ঠিত সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এই দাবি জানান। সভায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়। সভার সিদ্ধান্তকে লিখিত আকারে এলাকাবাসীর স্বাক্ষরসহ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়েছে। গত ২ জানুয়ারী এলাকাবাসী উপস্থিত হয়ে এই আবেদন করে। কালিগাছ তলায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএমএর সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, সাবেক ব্যাংক কর্মকর্তা বিমল দত্ত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত বণিক, স্বপন লাল বণিকসহ শতাধিক নেতৃস্থানীয় লোকজন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবেদনে বলা হয়, গত ২ ডিসেম্বর কালিগাছ তলা এলাকার বাসিন্দা প্রহলাদ কর্মকারের বাসায় সন্ত্রাসী হামলা ও লোটপাটের ঘটনা ঘটে। বাসায় না পেয়ে তারা বাইপাস সড়কে তাকে খুঁজে বের করে এবং মারধোর করে। উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুর রহমানসহ এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। পরে এলাকাবাসী ২ সন্ত্রাসীকে আটক করে। এ ব্যাপারে প্রহলাদ কর্মকার ৩ ডিসেম্বর মামলা দায়ের করে এবং ৪ ডিসেম্বর নীরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই মামলার পর সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। সন্ত্রাসীরা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিবাদী যুবকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এলাকার কৃতিসন্তান ও প্রতিবাদী কণ্ঠস্বর আতাউর রহমান সেলিম এর বিরুদ্ধে বানিয়াচং থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কুৎসা রটনা করছে। তারা মিথ্যা মামলা দিয়ে প্রতিবাদকারীদের হয়রানীর পায়তারা করছে। এলাকাবাসী বিষয়টি ইতোপূর্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও কমিউনিটি পুলিশিং পৌর কমিটির সমন্বয়ক হিরাজ মিয়াসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করলে অবস্থার উন্নতি হয়নি।
সভায় এলাকাবাসী বলেন, আতাউর রহমান সেলিমকে ষড়যন্ত্রমূলকভাবে ভূমিদস্যু বলা হচ্ছে। অথচ সে এবং তার পরিবারের কোন সদস্য জায়গা/জমি ও বাসা বাড়ি দখল করেনি। এলাকাটি সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত হলেও আতাউর রহমান সেলিম এবং তার পরিবারের লোকজন এলাকাবাসীর নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও আচার অনুষ্ঠান পালনে সহযোগিতা করে থাকেন। তার পরিবারের জন্য বহিরাগত ভূমিলিপ্সু, মাদক ব্যবসায়ী, দুস্কৃতিকারী ও অসৎ চরিত্রের লোকদের দাপট থেকে এই এলাকা নিরাপদ রয়েছে। তাছাড়া আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে চড়ক পূজার জায়গা দখলের অভিযোগও ভিত্তিহীন। এখানে চড়ক পূজার নির্দিষ্ট কোন স্থান নেই। যেখানে উন্মুক্ত স্থান পাওয়া যায় সেখানেই চড়ক পূজা হয়।
তারা আরও বলেন, আতাউর রহমান সেলিম অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। বিভিন্ন পূজা পার্বনে তার সহযোগিতা পাওয়া যায়। কাউকে ধর্মান্তরিত হয়ার জন্য প্ররোচনা ও হুমকি দিচ্ছে বলে যে খবর সামাজিক যোগাযাগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন ও অবিশ্বাস্য।
আতাউর রহমান সেলিমের ছোট ভাই সাইদুর রহমান উদীয়মান ক্রীড়া ব্যাক্তিত্ব। সে প্রহল্লাদ কর্মকারকে মারধোরের সময় তাকে রক্ষা করে। অথচ সন্ত্রাসীরা সাইদুর রহমানসহ কয়েকজন যুবকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এ ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন তারা।