মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র গতকাল যাচাই বাছাই হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৭ প্রার্থীর মধ্যে ওলামা মাশায়েখ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দাল হোসেন খানের মনোনয়ন বাতিল হয়েছে। অপর ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মাওলানা আব্দাল হোসেন খানের নির্বাচনী ব্যয় উল্লেখ না থাকায় মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার। এ ব্যাপারে মাওলানা আব্দাল হোসেন খানের যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচন অফিস থেকে যেসব কাগজপত্র দেয়া হয়েছিল তা সবই পুরণ করে মনোনয়ন পত্র জমা দিয়েছি। নির্বাচন অফিস থেকেই এ কাজটি আমাকে দেয়া হয়নি। তবে আমি আপিল করেছি। আশা করি মনোনয়ন বৈধতা ফিরে পাব।
গত মার্চ বানিয়াচং উপজেলা নির্বাচনে ৩টি পদে মোট ২৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। গতকাল ছিল মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন। ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।