প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ৩ জানুয়ারী উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি আব্দুল আজিজ এতিমখানা এর ৭৭ জন দরিদ্র অসহায় এতিম নিবাসীদের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে আযোজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন নবীগঞ্জ উপজেলার সমাজ সেবার অফিসার মোঃ আব্দুন নূর। এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুপার মাওঃ ইউনুছ আলী, সহ-সুপার মাওঃ মুফতি আশিকুর রহমান (সুমন), উক্ত প্রতিষ্ঠানের কার্যকরী নির্বাহী সদস্য ও স্থানীয় ৫নং ইউ/পির ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল জলিল, সাধারণ কমিটির সদস্য মোঃ আব্দুল জব্বার। এছাড়া গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে উপজেলার সমাজ সেবা অফিসার আব্দুন নূর সন্তুষ্টি প্রকাশ করেন। এবং শীত বস্ত্র (কম্বল) বিতরণে সহযোগীতা করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।