অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৩রা মার্চ প্বূ লন্ডনের মনটিফুরি সেন্টারে কমান্ডেন্ট মানিক চৌধুরী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও আগামী এপ্রিল মাসে “বৃহত্তর সিলেটের মুক্তিযুদ্ধ ও কমান্ডেন্ট মানিক চৌধুরীর ভুমিকা” শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে বিশিষ্ট নারী নেত্রী ও কমিউনিটি ব্যক্তিত্ব বেগম হুসনে আরা মতিনের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও বাংলা কমিনিটির নেত্রীবৃন্দের উপস্থিতিতে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
সভায় আগামী ১৫ এপ্রিল এর মধ্যে লন্ডনে সেমিনার, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র ও চিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন-ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রিয় সংসদের নেতা আনসার আহমেদ উল্লাহ, দেওয়ান এস এ রব, যুবনেতা এম আর নওশাদ, মুক্তিযোদ্ধা হারুনুর রাশিদ, সুবেদ আলি শাহ, মুক্তিযোদ্ধা লোকমান হুসেন, কাউন্সিলর সৈয়দ এনাম আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, লিপি হালদার, সংগঠক সৈয়দা নাজনিন সুলতানা শিখা, সাংবাদিক মিরা বরুয়া, রুবি হক, কবি মুজিবুল হক মনি, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মোমিন চৌধুরী, মুকিত চৌধুরী, মুমিন আলী, এম আব্দুল আজিজ, পাক্ষিক ব্রিক লেন এর সম্পাদক উজ্জ্বল দাশ, অজন্তা দেব, মুক্তিযোদ্ধা আহবাব চৌধুরী, ব্যারিস্টার এনামুল হক, কাউন্সিলর শফিকুল হক, সাংবাদিক জুয়েল রাজ, সুশান্ত দাস প্রশান্ত, শাহ সুবেদ আলী, শাহ ফয়েজ প্রমূখ। উক্ত সভা পরিচালনা করেন কমান্ডেন্ট মানিক চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ও সমাজ সেবক রাজন চৌধুরী।