নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ যে উন্নয়নের সুফল পাচ্ছে, এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মসজিদ মাদরাসাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের মান-মর্যাদা বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকারকে দূর করে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলোয় আলোকিত করছেন। এ সময় তিনি মিল্লিক জামে মসজিদের উন্নয়নে ১লক্ষ টাকা ও মৃত খাঁচা মিয়ার বাড়ির সংলগ্ন কালভার্ট উন্নয়নে ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে মিল্লিক গ্রামবাসী আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মিল্লিক গ্রামের বিশিষ্ট মুরুব্বি নজাফত মিয়ার সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা মশিউর রহমান টিটুর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, আব্দুল মালিক, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, ইউপি সদস্য সাইদুর রহমান, মিজানুর রহমান মিজান।
বক্তব্য রাখেন শাহীদ আলী শিকদার, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মনসুর চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা সানুর আহমদ জীবন, সবুজ আহমদ আকাশ, সাজ্জুল আলম, টিটু আহমদ, জসিম উদ্দিন।