বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যাত্রীবাহি বাস-মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই গ্রামের তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারের উত্তর পার্শ্বে দি প্যালেস লাক্সারী রিসোর্ট এর রাস্তার পাশে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৮) নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে সিলেটগামী মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-৬৯১২) ওভারটেক করতে গিয়ে শায়েস্তাগঞ্জগামী মাছ বোঝাই ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ১০ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরন করে। এ সময় বিক্ষোব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।