প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ফোয়াদ হাসান রাজন এর নেতৃত্বে নবীগঞ্জ শহরে বিশাল বর্নাঢ্য আনন্দর্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আনন্দ র্যালীটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদল নেতা ফোয়াদ হাসান রাজন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা শেখ শিফনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, জাকির আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা বাবুল রেজা, সাহেল আহমেদ, প্রিতুষ কুড়ি, মিল্টন চৌধুরী, সাইফুর রহমান রাজন, শেখ আশিক মিয়া, সাইদুর, দুলাল, জামাল, খালেদ, জাহেদ, ফয়েজ, খোকন, আব্দুর রাজ্জাক, রাজন সালেহ, শেখ শাহেদ, জাকারিয়া আহমেদ, শাহ বদর”ল, সাইদুর, আল-আমিন, মনির, হোসেন, মুশাহিদ, মাহমুদুল, শেখ র”হুল আমিন, জুবেল তালুকদার, আরিয়ান রিয়াদ, শফিকুল, র”মেল, মুক্তার হোসেন, কাওছার, রকিব চৌধুরী, নয়ন, নোমান তালুকদার, আশোক, জাহাঙ্গীর, কামরুল, রবিন, বায়জিদ, শাহ অলিউর, রুবেল, নাছির, মহসিন তালুকদার, সোহাগ তালুকদার, রাব্বী, লিকন, জাকারিয়া, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা মুমিন তালুকদার, আহমদুর রহমান, আনোয়ার হোসেন, রুবেল, জুমান, মাসুম প্রমুখ। র্যালী ও পথসভায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় ৭ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।