প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব শেখ সাইদুর রহমান রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রমনা থানা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাছিত আজাদ, বিশেষ অতিথি উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোশাররফ হুসেন সুজন। তিনি তার বক্তব্যে বলেন, তাতীলীগ সর্বাবস্থায় নৌকার ভ্যানগার্ড দিয়ে আসছে। আগামীতেও আপনাদের সুনেত্রীত্বে তাতীলীগ অনন্য ভুমিকা রাখবে। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রাসেল, খাগাউড়া ইউনিয়ন তাতীলীগের সদস্য সচিব মোঃ ইলিয়াছ মিয়া, যুগ্ম আহবায়ক শাহ ফখরুদ্দীন, ২নং ইউনিয়ন সদস্য সচিব আকিবুর রহমান, বদরুল আলম, কামাল আহমেদ প্রমুখ।
এতে সর্বসম্মতিক্রমে মুসলিম খানকে আহবায়ক, শেখ জহিরুল ইসলামকে সদস্য সচিব, কামরুজ্জামান বিপ্লব কে ১ম যুগ্ম আহবায়ক, আমির হুসেন, আকলুছ মিয়া, আবুল কাসেম, রুস্তম আলী, জালাল উদ্দিন, আঃ মুমিন, ছাদী হুসেন যুগ্ম আহবায়ক, সদস্য হিসাবে রাখা হয় আবুল ফজল, সুফী আলম মিয়া, ছানু মিয়া, সোহাগ মিয়া, নজরুল খান, লুতফুর মিয়া, জসিম মিয়া মোট ২১ সদস্য বিশিষ্ট বড়ইউরি ইউনিয়ন তাতীলীগ আহবায়ক কমিটি অনুমোদন করেন বানিয়াচং উপজেলা তাতীলীগের আহবায়ক মোসাররফ হুসেন সুজন ও সদস্য সচিব শেখ সাইদুর রহমান রুবেল।