প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার দুপুর ১১ঘটিকার সময় সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শচীন্দ্র ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস কে ফরাশ উদ্দীন শরীফী। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য বার সর্দার মোঃ সুনা মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কাজী এম এ জলিল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, অবসর প্রাপ্ত রেঞ্জ অফিসার মোঃ আকবর হোসেন, অভিভাবক সদস্য মোঃ কুতুব উদ্দিন, মোঃ জমশের আলী, সাবেক সদস্য মোঃ জালাল উদ্দিন খান, কোরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বর্তমান সরকারের একটি বিরাট সাফল্য। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।