নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র মোঃ শাফি মিয়াকে আর্থিক সহায়তা প্রদান করেছে। গত মঙ্গলবার সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনী শাফি মিয়ার হাতে তার চিকিৎসার জন্য দুই হাজার টাকা তুলে দেন। এসময় সংস্থার নবীগঞ্জ উপজেলা সভাপতি শায়েখ মাওঃ আব্দুল বাছিত, বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, আব্দুস সালাম মেম্বার, সংস্থার অর্থ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মাওঃ আঃ জাহির, মাওঃ নজরুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ ফয়ছল তালুকদার, মাওঃ জামিল আহমদ ফুরকানি প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যান্সার রোগে আক্রান্ত মোঃ শাফি মিয়া বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের তাহির উদ্দিনের পুত্র। তিনি দুর্বিসহ জীবন যাপন করছেন- এ সংবাদ অবগত হয়ে মুসলিম সমাজ কল্যাণ সংস্থা তাকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী এবং সেখানে বসবাসরত দানশীল ব্যক্তিবর্গের সহায়তায় শাফি মিয়াকে এ অর্থ প্রদান করা হয়।