বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদরের ঐতিহ্যবাহী বড়বাজারে এক রাতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার গভীররাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকানের মালিকগণ।
তারা এ প্রতিনিধিকে জানান, দোকানের কাজ শেষ করে যথারীতি দোকান তালাবদ্ধ করে বাড়ী চলে যান তারা। পরদিন সকালে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাংগা। চুরি হওয়া দোকানের মধ্যে রয়েছে শোভন মার্কেটের মাহফুজ কম্পিউটার, শোভন ফটোকপির দোকান, সুফিউর রহমান এর টিনের দোকান, বজলু মিয়ার চা-স্টল, কৃষ্ণ দেব এর মোটর সাইকেল মেরামতের দোকান এবং ভৈরব এর ইস্ত্রির দোকান। এসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রটি। এ দিকে গতকাল সকালে চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় ব্যকস সভাপতি জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, যে কয়টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি শীঘ্রই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়াসহ ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে বাজারের পাহাড়া জোরদার করা হবে।