প্রেস বিজ্ঞপ্তি ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হবিগঞ্জ সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পইল উচ্চ বিদ্যালয়। এ বছর ওই স্কুলে ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ওই বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে ৩৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩০৪ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৯টি জিপিএ-৫ এসেছে। এ বিষয়ে পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হক জানান, আমি ২০১০ সালে এই বিদ্যালয়ে যোগদান করি। এর পর থেকেই বিদ্যালয়টি একটু একটু করে সাফল্য অর্জন করতে থাকে। তিনি বলেন, আমরা আগামীকে আরও ভালো ফলাফল অর্জন করব।