সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রশিদপুর গ্যাসফিল্ডে বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ॥ বিদ্যুৎ জ্বালানী খাতের উন্নয়ন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে-তাজুল ইসলাম এমপি

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বের কারণে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১৬১০ ডলারে উন্নীত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারবে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডে আরসিএফপি এবং রশিদপুরে অবস্থিত কোম্পানীর চলমান প্রকল্পসমূহের কার্যক্রম অবহিতকরণ ও সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম নাসিমা ফেরদৌসী এমপি উপস্থিত ছিলেন। তিনি বলেন, গত ৯ বছরে জ্বালানী ও বিদ্যুৎ খাতে যে উন্নয়ন হয়েছে, তা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌছিয়ে দিয়েছে। দেশে ক্রমবর্ধমান শিল্প বিকাশে বিদ্যুৎ ও জ্বালানী খাত আশানুরূপ অবদান রেখেছে। তিনি আরো বলেন, উন্নয়ন কর্মকান্ড নিয়ে কোন রকম সময় ক্ষেপন সহ্য করা হবে না। এমপি আবু জাহির বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানী সেক্টর এখন উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। তিনি সারাদেশের পাশাপাশি সিলেট বিভাগের চলমান প্রকল্প সমুহের যথাযথ মান বজায় রেখে সরকার নির্ধারিত সময়ে সম্পন্ন করতে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন। এছাড়া প্রকল্প বাস্তবায়নে সমস্যা চিহ্নিত করলে সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্ঠা করা হবে বলেও তিনি জানান। এর আগে তাজুল ইসলাম এমপি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে রশিদপুরে অবস্থিত রেস্ট হাউজে এসে পৌছলে সিলেট গ্যাসফিল্ডের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। প্রকল্প পরিদর্শন শেষে নির্মানাধীন একটি কোম্পানীর সাইট অফিসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সহ সদস্যবৃন্দ। এ সময় সভাপতি প্রকল্প সম্পর্কে আরো খোজখবর নেন এবং চলমান কার্যক্রমের গুণগতমান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ দেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন। কমিটির সদস্যবৃন্দ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সিলেট গ্যাসফিল্ডের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প এলাকার কর্মরত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে জেলা তাতীলীগের সভাপতি মোঃ মুদ্দত আলী, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি সিলেট গ্যাসফিল্ডের প্রধান কার্যালয় চিকনাগুল অভিমুখে সড়ক পথে বাহুবল ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com