বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩ মাধবপুর-চুনারুঘাটে পৃথক মামলায় ৬ ব্যবসায়ীর দণ্ড আজমিরীগঞ্জে যুবলীগ নেতা রকি মিয়া ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল সেন্টু আটক বানিয়াচংয়ে আন্নর আলী হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শহরে ফুঁ পার্টির সদস্যের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন নবীগঞ্জের এক ব্যক্তি মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

ভিত্তি প্রস্তরস্থাপনকালে-এমপি মজিদ খান ॥ বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে কাজ করে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন ঘটে। কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষদের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে উন্নত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় বসাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মথুরাপুর থেকে রূপসপুর রাস্তা পাকা করণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলজিইডি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৯৬ লাখ টাকা ব্যয়ে ১৬২০মিটার রাস্তা কাজেরভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা ছালেহ আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, শাহ শওকত আরেফিন সেলিম, অধ্যক্ষ জাহির উদ্দিন, প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভপতি অনুপ কুমার দেব পলাশ, আশরাফ উদ্দিন, রিপন চৌধুরী, মামুন খান, এ জেড এম উজ্জ্বল, মাওঃ হাফেজ নূরুল আমিন, মাওঃ জালাল উদ্দিন, ফারুক মিয়া, অদুদ মিয়া, সামছুল হক আখঞ্জী, তৌহিদ মিয়া, আজিজুর রহমান খেলু, বুলবুল মিয়া, অঞ্জন দাস, এরশাদ আলী, সাইফুল ইসলাম মেম্বার, এনামুল হক মেম্বার, আব্দুল হালিম মেম্বার, আঃ রকিব, আব্দুল হাই, জে আর অসীম, মোফাচ্ছল হোসেন, জুনেদ, পলাশ, নজমুল ইসলাম, জুলহাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ জালাল উদ্দিন ও গীতা পাঠ করেন বিবেকানন্দ দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com