বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা গেইটে অবস্থিত বর্ণসাজ কম্পিউটার এন্ড গ্রামীণ ফোন ইন্টারনেট পয়েন্ট নামক একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সিসি টিভি ক্যামেরায় সুরতি দোকানটি থেকে চোরেরা ১০ লাখ টাকার স্মার্ট ফোন নিয়ে চম্পট দিয়েছে। সিসি টিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে বহিরাগত চোরদের দ্বারা ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে।
বাহুবল মডেল থানা গেইটের সামনে অবস্থিত কাসিমুল উলুম মাদরাসা মসজিদ মার্কেটে অবস্থিত বর্ণসাজ কম্পিউটার এণ্ড গ্রামীণ ফোন ইন্টারনেট পয়েন্ট দোকানটি অবস্থিত। দোকান মালিক বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য নজরুল ইসলাম (সাতকাপন ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রেজ্জাকের পুত্র) জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ হাতে দোকান বন্ধ করে বসায় চলে যান। সকালে দোকানে এসে দেখতে পান তার দোকানের সার্টারের তালা নেই। ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে বিক্রয়ের জন্য রাখা স্মার্ট ফোনগুলো নেই। সিসি টিভি অন করে ধারণকৃত ফুটেজে তিনি দেখতে পান, চোরেরা প্রথমে দোকানের সামনে একটি পর্দা টানিয়ে লোক চক্ষু আড়াল করে তালা কেটে সার্টার তোলে দোকানে প্রবেশ করে। দোকানে প্রবেশের পর চোরেরা মূল্যবান স্মার্ট ফোনগুলো নিয়ে গেছে। তিনি আরো জানান, চোরাই হওয়া মোবাইল সেটগুলো মূল্য প্রায় ১০ লাখ টাকা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিসি টিভি ফুটেজে চোরদের চেহারা স্পষ্ট দেখা গেলেও অপরিচিতি বলেই মনে হয়েছে। ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।