বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং এর প্রতিথযশা সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার হাওড় অঞ্চল প্রতিনিধি, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট আখলাক হুসেইন খান খেলু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুম সাংবাদিক খেলু’র রুহের মাগফেরাত কামনা করে তাঁর পবিারের পক্ষ থেকে আজ বাদ জোহর নামাজের পর স্থানীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক খেলু’র স্মরণে “হাওর বন্ধু” নামের একটি স্মরণিকা গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। উল্লেখ্য, সাংবাদিক আখলাক হুসেইন খান খেলু ২০১৬ সালের ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, সমকাল, বাংলা বাজার, কালেরকন্ঠসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করেছেন। কলামিষ্ট হিসেবেও ছিল তাঁর আলাদা খ্যাতি। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারসহ নানা দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।