স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা ২নং পুল এলাকায় বিলাল মিয়া (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কালু মিয়ার পুত্র।
স্থানীয় লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে বিলাল ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পায় ঘরের তীরের সাথে তার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তারা সদর থানায় খবর দিলে এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। কিন্তু এলাকার লোকজন ময়নাতদন্ত না করতে পুলিশকে অনুরোধ জানালে পরিবারের জিম্মায় লাশ দিয়ে আসে। এ ব্যাপারে ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।