প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার সকালে দুর্জয় হবিগঞ্জের পাদদেশে “দেশকে হতে দেব না অন্ধ, ভর্তি জালিয়াতি হোক বন্ধ” এই শ্লোগানকে প্রতিপাদ্য বিষয় রেখে আমরা নোঙর, হবিগঞ্জের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস ও ভর্তি জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা নোঙর হবিগঞ্জের আহ্বায়ক মৃন্ময় মোদকের সভাপতিত্বে ও মিসবাহ উদ্দিন সজীবের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা মোঃ খলিলুর রহমান, ঢাবি শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম, শিক্ষার্থী প্রতীক রায়, মিথুন রায়, প্রাঙ্গন তালুকদার, বাপ্পন পাল প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, অনতিবিলম্বে প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সমগ্র ছাত্রসমাজকে নিয়ে গণদুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মনীষ চাকমা।