মোঃ কাউছার আহমেদ ॥
আজ বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ও নতুন করে প্রতিষ্ঠিত ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুটি ইউনিয়নে এবারই প্রথম দলীয় প্রতিকে নির্বাচন হচ্ছে। ফলে প্রায় এক মাস এই দুইটি ইউনিয়নে উৎসবের আমেজ ছিল। কনকনে শীত উপেক্ষা করে প্রার্থী ও সমর্থকরা আরামকে হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। সেইসব ভোটাররা আজ নির্ধারণ করবেন প্রার্থীদের ভাগ্য। মাত্র কয়েকঘণ্টা পরই প্রার্থীদের ভোটের আমলনামা প্রকাশিত হবে। আর তাতেই জানা যাবে ভোটারদের কাছে কার কেমন গ্রহণযোগ্যতা। কে কত জনপ্রিয়। এ নির্বাচনে কে হারবে আর কে জিতবে তা বলা না গেলেও নুরপুর ইউনিয়নে বড় দুটি দল আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে এবং ব্রাহ্মডোরা ইউনিয়নে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের মধ্যে আলোচনা চলছে। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের ছিল কঠোর নজরদারী। আজকের ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম ওই দুই ইউনিয়নের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তফন জ্যোতি অসীম জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের বিপরীতে মহিলা মেম্বার প্রার্থী ৮ ও ৯টি সাধারণ আসনের বিপরীতে মেম্বার প্রার্থী ২৮ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুখলিছ মিয়া (নৌকা), স্বতন্ত্রপ্রার্থী মো. আব্দুল কাইয়ুম ফারুক (আনারস), মো. ফজলুল করিম (চশমা) ও সৈয়দ ফুরকান আলী (ঘোড়া)।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৩ ও সাধারণ আসনে মেম্বার প্রার্থী ৩৬ জন।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুসাইন মোঃ আদিল জজ মিয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তাহের (ধানের শীষ), স্বতন্ত্রপ্রার্থী মোঃ জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা), মোঃ তাজুল ইসলাম রানু (ঘোড়া), মোঃ হুমায়ুন কবীর (আনারস), মোঃ টিপু সুলতান (মোটরসাইকেল), আলহাজ গোলাম রব্বানী (সিএনজি) ও জামাল উদ্দিন (টেবিলফ্যান)।
প্রসঙ্গত ঃ নুরপুর ইউনিয়নকে ভেঙ্গে ব্রাহ্মডোরা ইউনিয়ন করা হয়। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে যথাসময়ে নুরপুর ইউনিয়নে নির্বাচন হয়নি। এ জটিলতা নিরসনের পর গত নভেম্বর মাসে তফসিল ঘোষণা করা হয়।
এর পর থেকেই প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণায় মুখর হয়ে উঠে দুইটি ইউনিয়নের জনপদ। তবে কোন ইউনিয়নেই অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। ৭নং নুরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮শ ৪৭ জন ও নব গঠিত ব্রাক্ষণডোরা ইউনিয়নে ৮ হাজার ৫শ ৯৬ জন।